বুধবার , নভেম্বর ৬ ২০২৪

ইব্রাহীম জুয়েলের উদ্যোগে চাঁদপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলে উদ্যেগে ৩০মে শনিবার বাদআছর শহরর বাইতুল কাদের জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান মেহমান হিসেবে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাহদাত হোসেন মিয়াজী, সাবেক ছাত্রদল নেতা লিটন সরকার, জেলা ছাত্রদল নেতা ফজলুর রহমান, শহর তৃণমূল দলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন খান, ছাত্রদল নেতা রাসেল, শরীফ, মাসুদ, ইউসুফ, সুমন প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাইতুল কাদের জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাদের।