জামাল আস-সাবেত
পৃথিবীর দরজার সামনে দাঁড়িয়ে আছি খিল লাগানো,
ভিতরের মানুষগুলোকে শুনছি নিঃশব্দে দাঁড়িয়ে ।
মানুষ শব্দটি শুনলে এখন তীব্র চিৎকার দিতে ইচ্ছে হয়;
মানুষের সামনে আগাম সতর্কসংকেত জানানোর ইতিহাস ধেয়ে আসছে ।
একটি বিকট শব্দের সামনে মানুষ নির্লিপ্ত জীবন কাটাচ্ছে ।
আমি খসখসে সাদা কাগজের উপর এঁকে যাচ্ছি সে-ই ইতিহাসের ভয়ংকর চিত্র।
ভাবছো তা অনেক দূর কিন্তু না, না
অনেক দূর নয়
আমি ইতিহাসের কটকটে শব্দ শুনতে পাচ্ছি
নাকের ডগায় বারুদের তীব্র গন্ধ।উড়ন্ত বেলুনের মতো হঠাৎ ফেটে যাবে পৃথিবী;
নাকের ডগায় বারুদের তীব্র গন্ধ।উড়ন্ত বেলুনের মতো হঠাৎ ফেটে যাবে পৃথিবী;
মানুষগুলো ভিনগ্রহে চোখের পলকে প্রবেশ করবে।
কালো ধোঁয়ার মতো চারদিকে হাহাকার, চিৎকারঐ তো এসে গেলো
কালো ধোঁয়ার মতো চারদিকে হাহাকার, চিৎকারঐ তো এসে গেলো
শুনি পায়ের শব্দ
সেদিন কেউ কারো নয়
সে কী বিভীষিকাময়!আমি সে-ই বিদ্যুৎবেগে ধেয়ে আসা
ইতিহাসের শোঁ-শোঁ শব্দের ভয়ে বারবার চিৎকার করেছি
কেউ শুনতে পায়নি!
তাহলে কি মানুষ ভুলে গেছে তার মৃত্যুর ইতিহাস?
সেদিন কেউ কারো নয়
সে কী বিভীষিকাময়!আমি সে-ই বিদ্যুৎবেগে ধেয়ে আসা
ইতিহাসের শোঁ-শোঁ শব্দের ভয়ে বারবার চিৎকার করেছি
কেউ শুনতে পায়নি!
তাহলে কি মানুষ ভুলে গেছে তার মৃত্যুর ইতিহাস?