দৈনিক চাঁদপুর দিগন্তের সাবেক বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিক কে এম সালাহ উদ্দিন খানের বাবা, আল আমিন একাডেমী একাডেমী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সিনিয়র শিক্ষক, চাঁদপুর জেলা জামায়াতের সাবেক শুরা ও কর্ম পরিষদ সদস্য, প্রবীণ রুকন,
বিশিষ্ট হোমিও চিকিতসক ডা: বেলায়েত হোসেন খান আজ ভোর পাঁচটায় চিকিতসাধীন অবস্থায় ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, চার পুত্র এবং তিন কন্যা নাতি-নাতনিসহ অসংগুনগ্রাহী রেখে গেছেন। ১০ জুন বুধবার বাদ আসর চাঁদপুর মিশন রোডস্থ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানাযার নামাজের পুর্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহামান , ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা মো: অলি উল্্যাহ, আল আমিন একাডেমী সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র শিক্ষাক মাওলানা হাবিবুল্ল্যাহ, মরহুমের ছেলে
মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন মাদ্রাসাতু ইশায়াতিল উলুম (গাছতলা মাদ্রাসার) অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী।
গভীর শোক প্রকাশ করছে,
বেলায়েত হোসেন খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন চাঁদপুর আল আমিন সোসাইটির সভাপতি মো: মোবারক হোসেন চৌধুরী, আল আমিন একাডেমীর অধ্যক্ষ লে. কর্নেল শাহাদাত হোসেন শিকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, শহর জামায়াতের আমীর শাহ আলম, সেক্রেটারী মো: সাইফুল আলম, সদর জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারী নাছির উদ্দিন।
দৈনিক চাঁদপুর দিগন্তের উপদেষ্টা সম্পাদক ও আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মাদ মাহবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া। চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও দিগন্ত পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি এডভোকেট নঈমুল ইসলাম, সাধারন সম্পাদক এডভোকেট শেখ ছালেহ আহমেদ। এড: শাহজাহান খান, এড: আব্দুল কাদের খান।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি মো: সুলতান আহমেদ, সেক্রেটারী সাইফুল ইসলাম, জেলা শাখার সভাপতি আবু তাহের, সেক্রেটারী মো: বেলায়েত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।