বুধবার , অক্টোবর ৯ ২০২৪
আবু সাঈদ গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে পুলিশের সামনে এভাবে বুক পেতে দাঁড়িয়েছিলেন, এরপর গুলিতে নিহত হন আবু সাঈদ গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে পুলিশের সামনে এভাবে বুক পেতে দাঁড়িয়েছিলেন, এরপর গুলিতে নিহত হন

আবু সাঈদ নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসে দিতে হবে প্রতিবেদন

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের

ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের অতিরিক্ত

পরিচালক মোহাম্মদ আলীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের

ডিন মিজানুর রহমান। সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান

এবং সদস্য অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত

প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী

আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়িত ব্যক্তিদের

(শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী) চিহ্নিতকরণ ও শাস্তির ধরন নির্ধারণের

জন্য তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের

১ নম্বর ফটকে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার গুলিবিদ্ধ

হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, এতে আরও গতিশীল

হয় কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের ধারাবাহিকতায়

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন।