ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পিআর), চাঁদপুর প্রেসক্লাবের আজীবন আনোয়ার হাবিব কাজলের মা রাবেয়া বেগম (৭২) চাঁদপুরস্থ তাঁর নিজ বাসভবনে গতকাল সোমবার সোয়া ৭টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—–রাজিউন)।
তিনি স্বামী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বড় ছেলে কানাডায় চাকরিরত, মেঝো ছেলে জিলানী চিশতি কলেজের সহকারী অধ্যাপক এবং ছোট ছেলে বেঙ্মিকোর একজন প্রকৌশলী। অপরজন হচ্ছেন আনোয়ার হাবিব কাজল।
রাবেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, ড্যাফোডিল ইউনিভার্সিটির ভাইস চেন্সলরসহ শিক্ষক, শিক্ষার্থী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক আহসান উল্লাহসহ প্রেসক্লাবের সকল স্তরের সদস্যবৃন্দ,
আনোয়ার হাবিব কাজল মা ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডঃ শাহজাহান মিয়া। মরহুমার পরিবারবর্গ সকলের কাছে তার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।