আইজিপি মহোদয়ের এর পক্ষ থেকে অনুদান পেলেন করোনাযুদ্ধে শহীদ পুলিশ সদস্য মোখলেসুর রহমানের পরিবার। এছাড়াও ঝুঁকিভাতা হিসেবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৫ (পাঁচ) লক্ষ টাকা এবং ওয়াল্টন লিমিটেড কোম্পানী ১ (এক) লক্ষ টাকা নগদ প্রদান করেন।পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) পুলিশ সদস্য মোখলেসুর রহমানের পরিবারের নিকট উক্ত ৬ (ছয়) লক্ষ টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মিজানুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার জনাব (সদর) মোঃ আসাদুজ্জামান ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহ্ আলমসহ শহীদ পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা ।
শহীদ পুলিশ সদস্য মোখলেসুর রহমান চট্টগ্রাম জেলার সদর কোর্ট এ কমর্রত ছিলেন। তিনি গত ১৯ মে শাহাদাৎ বরণ করেন। তাহার বাড়ি শাহরাস্তি থানাধীন টামটা গ্রামে। পারিবারিক জীবনে তিনি ৩ জন কন্যা ও ১ জন পূত্র সন্তানের জনক ।