বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৫নং উত্তর উপাদী ইউনিয়ন, মতলব দক্ষিণ, চাঁদপুর-এর উদ্যোগে এক বর্ণাঢ্য গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর ২০২৫,বুধবার সকাল ৭ ঘটিকায় শান্তিনগর বাজার থেকে ডিঙ্গাভাঙ্গা ঈদগাহ মার্কেটে শেষ হয় বিকাল ৫টা ৩০ মিনিটে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে কর্মসূচি কার্যক্রম শেষ হয়। সারাদিনব্যাপী এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণসংযোগ চলাকালীন পথে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ আব্দুল মোবিন, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা দক্ষিণ জেলা এবং চাঁদপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মোবিন বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা, ন্যায়বিচার ও মানবতার সেবার আন্দোলনে নিবেদিত একটি সংগঠন। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জনগণের পাশে থেকে কাজ করছি। সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ইসলামি আদর্শভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। জনগণের বিশ্বাস, আস্থা ও অংশগ্রহণই আমাদের শক্তি।”
বিশেষ অতিথি জনাব আব্দুর রশিদ পাটোয়ারী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মতলব দক্ষিণ উপজেলা বলেন জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে কাজ করছে। সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে ইসলামি রাজনীতি অপরিহার্য।প্রতিটি কর্মীকে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে হবে, তবেই ইসলামী আন্দোলন সফল হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, মননিত চেয়ারম্যান প্রার্থী জনাব মোজাম্মেল হোসেন সাহিন চৌধুরী ৫নং উত্তর উপাদী ইউনিয়ন। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মননিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা জুয়েল উপস্থিত ছিলেন সাংবাদিক ইদ্রিস খাঁন
সভাপতি: জনাব ডাঃ আব্দুল্লাহ আল মামুন সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৫নং উত্তর উপাদী ইউনিয়ন।
শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।