শনিবার , অক্টোবর ১৮ ২০২৫

মতলব উত্তরে পূর্ব ফতেপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর পথসভা

মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল থেকে সারাদিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মতলব উত্তর ও দক্ষিণ আসনের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ আব্দুল মোবিন।
 তিনি বলেন—
“পিয়ার বাস্তবায়ন হলে স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকার সৃষ্টি হবে না। তখন ক্ষমতাসীন সরকার জুলুম-নির্যাতনের শেষ সীমায় পৌঁছাতে পারবে না; বরং দেশে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. হেলাল উদ্দিন, সেক্রেটারি মনির হোসেন সজীব, শাহ আলম, নূর আলম, জিহাদ হোসেন ও আব্দুল লতিফ লিটন প্রমুখ।
কর্মসূচিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
ইসলামভিত্তিক ন্যায়পরায়ণ সমাজ গঠনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন
“দেশে শান্তিপূর্ণ পরিবর্তন আনতে হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নিতে হবে।”