ফরিদগঞ্জ উপজেলায় আদশায় দীর্ঘদিন ধরে বেহাল সড়ক পাকাকরণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামে ভুক্তভোগী এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের জলাবদ্ধতার সময় আদশা-লতিফগঞ্জ সংযোগ সড়কটি প্রায় তিন মাস পানিবন্দি ছিল। ফলে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও জরুরি কাজে বের হওয়া হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বর্ষা মৌসুমে সড়কটি একেবারে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এমনকি শুষ্ক মৌসুমেও এর বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল করতে চায় না।
মানববন্ধনকারীরা জানান, আদশা অলি পাঠান বাড়ি সড়ক নামে পরিচিত প্রায় ১.২৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির অবস্থা নাজুক। এলাকাবাসীর একমাত্র ভরসা এই সড়কটি দ্রুত পাকাকরণ না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, ‘সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ৩ লাখ টাকা ব্যয়ে এর কিছু অংশ সলিং করা হয়েছে। আবারও এডিবির বরাদ্দ থেকে ৪ লাখ টাকা ব্যয়ে আরও কিছু অংশ সলিং করা হবে। সড়কটির আইডি সম্পন্ন হয়েছে, এখন শুধু গেজেট প্রকাশের অপেক্ষা। আশা করি কর্তৃপক্ষ শিগগিরই সড়কটি পাকাকরণের উদ্যোগ নেবে।’
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, ‘জনগণের দুর্ভোগ কমাতে নতুন প্রকল্প এলে এই সড়কটি ডিপিপিভুক্ত করার প্রস্তাব পাঠানো হবে।’
চাঁদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, ‘সড়কটি শিগগিরই সার্ভে করা হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’