শনিবার , সেপ্টেম্বর ১৩ ২০২৫

দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো- কল্যাণপুরে এড. শাহজাহান মিয়া  

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া ব্যাপক গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুর গাজীর হাট বাজার, দাসাদী বাজার, ৯ নং ওয়ার্ডের খান বাড়িসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

গণসংযোগকালে এড. শাহজাহান মিয়া বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ।” তিনি আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন কামনা করেন।