লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, দেশের যদি পরিবর্তন আনতে চান তবে ঘরে বসে থাকলে চলবে না। রাষ্ট্র গঠনে আমাদের প্রত্যেককেই যে যার অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, যারা ভারতের দালালি করে এবং এদেশের ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তিনি আরো বলেন, তিনি বলেন, এখন আর মার্কা দেখে ভোট নয়, এখন ভোট দিতে হবে যোগ্যতা দেখে। আমাদের মার্কা ছাতা, দেশের উন্নয়ন, শান্তি-শৃংখলা বজায়ে রাখার লক্ষে আমাদের পাশেই থাকুন।
তিনি আরো বলেন, আপনাদের সন্তান বিল্লাল মিয়াজি এই আসনে আমাদের প্রার্থী। তিনি অত্যন্ত ভালো মানুষ, আপনারা তাঁর পাশে থাকেন।
বিএনপির সাথে আমাদের জোটগতবাবে নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে। এই আসনটি বিল্লাল মিয়াজিকে দেযার জন্য আমরা প্রয়োজনের তারেক রহমানের সাথে কথা বলবো।
এসময় তিনি নিয়মিত নামাজ আদায় করা, আল্লাহ-রসূলের প্রতি ভালোবাসা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্যে এলডিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে এলডিপি’র মহাসচিব ও ৫ বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ তাঁর বক্তব্যে বলেন, এ দেশের ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমাদের জীবদ্দশায় এই স্বৈরাচারিণী এবং তার দল কোনো দিন আর এ দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।
তিনি আরো বলেন, ৪১টি নদী ভারত থেকে বাংলাদেশে পানি প্রবাহিত হয়েছে প্রত্যেকটা নদীকে আজ ভারত বাঁধ দিয়ে বাধাগ্রস্থ করছে। আগামী জাতীয় নির্বাচনে জোটগতভাবে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তবে ভারত থেকে আমাদের পানীর ন্যায্য অধিকার বুঝে নিবো ইনশাল্লাহ।
তিনি আরো বরেন, যারা রাজাকার বাহিনী গঠন করে পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগীতা করেছে তাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমেই বিচার করা হবে ।
উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ও এলডিপি’র যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী।
উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মহিবউল্ল্যা খোকনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা এলডিপির সভাপতি অধ্যাপক কারিমা খাতুন কেন্দ্রীয় এলডিপির আইন বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মিলু, কেন্দ্রীয় গনতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, কেন্দ্রীয় গনতান্ত্রিক শ্রমিক দলের এসএল আল মামুন, কেন্দ্রীয় গনতান্ত্রিক ছাত্রদলের কাজী কামরুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকার।