সোমবার , অক্টোবর ২০ ২০২৫

কোরআন শিক্ষার মাধ্যমে দেশের অনিয়ম দূর করতে হবে : ড. জালাল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেছেন, পবিত্র কোরআন ও ইসলাম শিক্ষার মাধ্যমে দেশের দুর্নীতি অনিয়ম দুর করতে হবে। এছাড়া দুর্নীতি বন্ধ করার সহজ উপায় নেই। কারণ কোরআনের শিক্ষা মানুষের ভিতরে থাকলে ওই লোক লোক কখনো দুর্নীতি করতে পারে না। আজ সোমবার সকালে চাঁদপুরের মতলব উত্তরে দশানী বোরহানুল উলূম মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইমাম ও ওলামাদের সমন্বয়ে খতমে কোরআন খতমে শিফা বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথি ড. জালাল উদ্দিন আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে গ্রাম পর্যায়ে কোরআন ও ইসলাম শিক্ষার ব্যবস্থা চালু করা হবে। এবং আলেম ওলামাদের জন্য সুবিধা চালু করা হবে। যে দেশে আলেমগণ অবমূল্যায়ন হয় সে দেশ কখনো উন্নয়ন হয় না, সে দেশ ধ্বংস হয়ে যায়। ফ্যাসিস্ট শেখ হাসিনার ধ্বংস আলেমদের দিয়েই শুরু হয়েছিল। তাই ইসলাম শিক্ষায় মানুষ শিক্ষিত হতে হবে। বিগত দিনে দেশের এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে দেশ অচলাবস্থায় পৌঁছে। আগামী দিনে দেশের উন্নয়ন ঠিক রাখতে বিএনপি ক্ষমতায় আসার বিকল্প নেই।
ফরাজীকান্দি উয়েসিয়া কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস শায়খুল হাদীস ওস্তাজুল ওলামা আলহাজ্ব মাওলানা সিরাজুদ্দৌলা (মাঃজিঃআঃ) এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দশানী বোরহানুল উলূম মাদ্রাসা কমপ্লেক্সের সুপার আলহাজ্ব মাওলানা মুফতী মোঃ হাবিব উল্লাহ। পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা মুফতী মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় আলেম ওলামাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।