শনিবার , অক্টোবর ১৮ ২০২৫

আলেম সমাজ সৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -ডঃ জালাল

মতলব উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

মাওলানা শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

ড. জালাল উদ্দিন বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের দফাগুলোই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা। আলেম সমাজ দেশের সৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের বর্তমান সঙ্কট নিরসনে ইসলামপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াতে হবে।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।