বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ পৌর শাখার ৭নং ওয়ার্ডে কেন্দ্র কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার বিকেলে টোরাগড় মিয়াজি বাড়ি জামে মসজিদের সামনে আয়োজিত সভায় প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মোঃ মীর হোসাইন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ডের আমীর মোঃ মহি উদ্দিন মাঈনু মিয়াজীর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মজুমদার পরান, পৌর নায়েবে আমীর হাফেজ মোঃ কবির হোসেন, সহকারী সেক্রেটারী রবিউল হুসাইন প্রমুখ।
স্থাণীয় নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করেন, মাওলানা আমান উল্ল্যা খানঁ, হাফেজ মোঃ সাইফুল ইসলাম সহ ওয়ার্ড জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
বক্তারা জামায়াত ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহ্ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রতিশ্রুতি দেন। এজন্য আগামী নির্বাচনে জামায়াতকে সংখ্যাগরিষ্ঠ করে ভোট প্রদানের আহবান জানান তারা।
 chandpurdiganta.com The Daily Chandpur Diganta
chandpurdiganta.com The Daily Chandpur Diganta

 
						
 
						
