সোমবার , অক্টোবর ২০ ২০২৫

হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ

হাজীগঞ্জ ২ নং বাকিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ১৫ অক্টোবর ২৫ রোজ বুধবার বিকালে স্থানীয় কার্যালয়ে ইউনিয়ন সভাপতি মাওঃ আবু তাহের এর সভাপতিত্বে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ও চাঁদপুর-৫ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক  মাওঃ আবুল হোসাইন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন কেন্দ্রীয় আমিরের নির্দেশ আমরা দুর্নীতি করবো না দুর্নীতি করতে দিব না,আমরা ক্ষমতায় গেলে জনগনের বাজেটের টাকা জনগনকে বুঝিয়ে দেওয়া হবে।
ইউনিয়ন জামায়াতে-ইসলামী সেক্রেটারি মাওঃ শাহ আকিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর তালিমুল কুরআন বিভাগের সভাপতি হাফেজ মাওঃ মোঃ মীর হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির বি এম কলিম উল্লাহ ভুইয়া,উপজেলা নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন পরান মজুমদার, ইউনিয়ন নায়েবে আমির কাজী শরীফুল ইসলামসহ কেন্দ্র কমিটি বৃন্দ।