বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাইমচর উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা দুর্গাপুর হাইস্কুল এন্ড কলেজ হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাইমচর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আজমির হাসান তারেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডাঃ নাঈম। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন লিখিত প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, এদেশের আগামী দিনের ভবিষ্যৎ এই প্রজন্মের উপর নির্ভর করে। দেশে সব রয়েছে, শুধু অভাব সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বের। আমাদেরকে নৈতিকতার শিক্ষা গ্রহণের মাধ্যমে এই শূন্যতা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।”
ডাঃ নাঈম ছাত্রশিবির সম্পর্কে প্রচারিত গুজব ও প্রোপাগান্ডার বিষয়ে সতর্ক করে বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নামে বিভিন্ন প্রোপাগান্ডা ও গুজব ছড়াচ্ছে কিছু মহল। আজ পর্যন্ত প্রমাণসহ কেউ বলতে পারেনি শিবির কারো হাত পায়ের রগ কেটেছে। সোশ্যাল মিডিয়াতে যা দেখেন তা হচ্ছে সম্পূর্ণ গুজব। বাংলাদেশ ছাত্রশিবির দেশ ও দেশের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।” প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর হাইমচর আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইন ও সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সাবেক আমির মাওলানা আলী আকবর, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আইসিটি) মোঃ শহিদুল্লাহ।
এছাড়াও হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই ধরনের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজনের জন্য ছাত্রশিবির হাইমচর উপজেলা শাখাকে ধন্যবাদ জানান।
