সোমবার , অক্টোবর ২০ ২০২৫

শাহমাহমুদপুরে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার গণসংযোগ

“তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক” এই শ্লোগানকে সামনে রেখে এবং অন্যায়, অবিচার, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী  ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগ শেষে ঘোষেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে— তাই তাদের প্রথম ভোট হতে হবে ন্যায় ও আদর্শের প্রতীকে, দাঁড়িপাল্লায়।” তিনি আরও বলেন,অন্যায়, অবিচার, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই পারে প্রকৃত পরিবর্তনের পথ দেখাতে। মানুষের কল্যাণে রাজনীতি করতে হলে আল্লাহভীতির ভিত্তিতে কাজ করতে হবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এডভোকেট আব্দুল কাদের খান, উপজেলা সূরা ও কর্ম পরিষদের সদস্য পিএম গিয়াস উদ্দিন আজম, শাহ মাহমুদপুর ইউনিয়নের আমীর হাফেজ মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা আক্তার হামিদ পাটওয়ারী, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, অফিস সম্পাদক মোস্তফা গাজী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় এডভোকেট শাহজাহান মিয়া পর্দার আড়ালে মা-বোনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগ কর্মসূচির মাধ্যমে এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।