বৃহস্পতিবার , নভেম্বর ১৩ ২০২৫

শাহমাহমুদপুরের মান্দারীতে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

শাহমাহমুদপুরের মান্দারীতে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

সদর প্রতিনিধি

মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারীতে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ।

মান্দারী ছাত্র যুব ও প্রবাসী সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সিদ্দিকী মোহাম্মদ মহসীন পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ।

ইসলাহুল উম্মাহ সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহ সভাপতি আওলাদ হোসেন মোল্লা, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, আয়োজক সংগঠনের কোষাধ্যক্ষ ইমরুল কায়েস।

“হয়তো মাদক ছাড়ুন, নয়তো মান্দারী ছাড়ুন” এই স্লোগানকে সামনে রেখে উক্ত সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত একটি সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সচেতন হতে হবে।

পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ’ করতে হবে, এবং মাদক প্রতিরোধে প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। বক্তারা আরো বলেন, আমরা দেখেছি মাদক কারবারিদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিলে পরদিন সেই অপরাধী এলাকায় ঘুরাফেরা করে। তার কারন, নরমাল একটি ধারা দিয়ে তাদেরকে আটক করা দেখানো হয়।

ইসলাহুল উম্মাহ সংগঠনের সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহনেওয়াজ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বিল্লাল হোসেন পাটওয়ারী, মাহাবুব বেপারী, কবির হোসেন, অলিউল্লাহ বেপারী, বিল্লাল পাটওয়ারী, শাহাদাত গাজী, গাজী নূর আলম, জুলহাস পাটোয়ারী, তোফায়েল আহমদ, মান্দারী ছাত্র যুব ও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ সোহেল মিজি, সুমন গাজী, মোঃ ফয়সাল পাটোয়ারী, সহযোগী উপদেষ্টা মোঃ মাহবুব মোল্লা, মোঃ হাবিব পাটোয়ারী, সদস্য রিয়াদ পাটোয়ারী, বিল্লাল মোল্লা, হাসান গাজী, ফরিদ পাটোয়ারী, নাসিম পাটোয়ারী, ফয়সাল বেপারী, ইমন বেপারী, হাসিব বেপারী, রহমান গাজী, ফাহিম মোল্লা, জাহিদ পাটোয়ারী, ইসলাহুল উম্মাহ সংগঠনের সাধারণ সম্পাদক শিবির আহম্মেদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ, সাইফুল পাটোয়ারী, দপ্তর সম্পাদক হাসান মিজি সহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মান্দারী ছাত্র যুব ও প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সমাবেশে মাদক বিরোধী শপথ পাঠ করানো হয়। সেই সাথে মাদকের উপর উপস্থিত সকলের মাঝে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এবং এর আগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।