শনিবার , সেপ্টেম্বর ১৩ ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর আর্মি ক্যাম্পেরঅপারেশনাল অফিসার লেফটেনেন্ট জাবিদ হাসান,চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া (উপ সচিব), নৌ  পুলিশ চাঁদপুর অঞ্চলের  পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

সভার শুরুতে গত বছরের সিদ্ধান্তসমূহ তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত,  এনএসআই যুগ্ম পরিচালক মো. আবু আব্দুল্লাহ,

আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো.শাহজালাল ছোয়াদ, কোস্ট গার্ড পেটি অফিসার সোহেল রানা,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুরের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ হানিফ, পৌর নির্বাহী মুহাম্মদ নূর আজম শরীফ,

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষচন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি পন্ডিত নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সহ সভাপতি পরেশ চন্দ্র মালাকার,যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা।

রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জামায়াতের জেলা আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক মাও. হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গাজী মুহাম্মদ হানিফ প্রমুখ।

এছাড়াও জেলা পৌর ও উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, অ্যাড.ভাস্কর দাস,

চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক লক্ষণ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক মানিকলাল ঘোষ,চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, ফরিদগঞ্জ পূজা উদযাপন পরিষদের

সদস্য সচিব প্রবীর চক্রবর্তী,মতলব উত্তরের শ্যামল দাস, হাইমচরের বিবেক লাল ঘোষ, অজয় কৃষ্ণ মজুমদার, কচুয়ার ফণিভূষণ,বিকাশ সাহা মতলব দক্ষিণের চন্দন সাহা, কিশোর কুমার ঘোষসহ সভা সংশ্লিষ্ট অংশীজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক  বলেন, এবছর চাঁদপুর জেলায় ২২৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।  আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব ছড়ানো ও অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে’। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেই স্বার্থে পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা,  আনসার মাঠে থাকবে। পৌর প্রশাসক ও  ইউএনওগণ আপনাদের পাশে থাকবে।  প্রতিটি পূজা মন্ডপে পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের ২৪ ঘন্টার পাহারা থাকতে হবে। শব্দ দূষণ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পূজা মন্ডপে সিসি ক্যামেরা এবং জেনারেটর থাকতে হবে। প্রতিমা তৈরির সময় এবং পূজা শেষে মধ্য রাত থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে। রাত আটটার মধ্যে বিসর্জন শেষ করতে হবে। আমরা চাই, দল-মত নির্বিশেষে ভালোভাবে পূজা উদযাপিত হবে।