যুবদলের গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে সমাবেশ ও র্যালি করা হয়েছে। এ উপলক্ষে ২৭ অক্টোবর সোমবার বিকেলে চাঁদপুর জেলা কার্যালয়ে সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের এখন একটিই কথা নির্বাচন। যে নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। সেই নির্বাচন আমাদের খুব সন্নিকটে। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জনগণের নেতা তারেক রহমান পষ্ট ভাষায় কথা বলেছেন। ঐক্যবদ্ধ ও নিজের সাথে জগড়া-বিবাদ না করে আগামী নির্বাচন করুন। আপনাদের কাছে অনুরোধ গত ১৭ বছর যা করেছে সবকিছু ভুলে একসাথে কাঁধে কাধ মিলিয়ে আগামী নির্বাচনের জন্য জনগণের কাছে যান। প্রতিটি বাড়িতে বাড়িতে যান। আপনাদের কাছে অনুরোধ যাদের নামে কম্পিলিং আছে তারা ভোট চাইতে যাবেন না। যারা মাদক, চাঁদাবাজ ও দল যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে তারা ভোট চাইতে যাবেন না।
তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কোন এলাকায় কাকে নমিনেশন দিয়েছে না ঘোষানা হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ধানের শীষের ভোট চাবেন। কোন ব্যাক্তি অপরিহার্য নায়। বাংলাদেশের জনগণের জন্য খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষ অপরিহার্য। আগামী দিনের তারুণ্যের যে চাওয়া, সেই চাওয়ার প্রতিফলিত করতে হলে এদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেই পূরণ হবে। যুবদল জাতীয়তাবাদ দলের চাঁদপুর জেলা বিএনপির অত্যান্ত শক্তিশালী সংগঠন। সকল ভেদাবেদ ভুলে আমরা একসাথে ধানের শীষের কাজনকরতে পারি।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।
চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ বিএনপির, যুবকদ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপূর্বে সদর উপজেলা যুবদলের নেতৃত্বে ১৪টি ইউনিয়ন ও পৌর যুবদলের নেতৃত্বে ১৫টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়।
