বৃহস্পতিবার , নভেম্বর ১৩ ২০২৫

মতলব উত্তর থেকে মুন্সিগঞ্জের ডাকাত সদস্য কাবিল গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাতসদস্য কাবিলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ২ টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাছিরাকান্দি থেকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব  সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কাবিল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দক্ষিণ জালালপুর গ্রামের খোরশেদ মাঝির ছেলে।

পুলিশ জানান,  কাবিল আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। মুন্সিগঞ্জ ও চাঁদপুর মেঘনা নদীতে ডাকাতি ও চোরাচালান সহ নানান অপরাধের সঙ্গে জড়িত।

কাবিল ডাকাত হত্যা, ডাকাতি,  চাদাবাজি, অস্ত্র ও মাদকসহ দুই ডজনের অধিক মামলার আসামী। কাবিল ডাকাত লুট হওয়া পুলিশের অস্ত্রের তথ্য জানে, যা দিয়ে গত ২৫ আগষ্টে গুয়াগাছিয়ার অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা করা হয়।

কাবিলকে একটি ঝুকিপূর্ণ অভিযান চালিয়ে  কৌশলে গ্রেফতার করা হয়েছে। সে ৫ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। আটকের সময় ডাকাত কাবিলের দেহ তল্লাশি করে ২৫ হাজার ৮০০ টাকা, ৩ টি স্বর্ণের আংটি ও ২ টি মোবাইল জব্দ করা হয়েছে। রাত ১.২০ ঘটিকায় ঘটনার পর মতলব উত্তর থানার হেফাজতে কোর্টে প্রেরণ করা হয়।