চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া বলেছেন—দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ইসলামী জোটই পারে কার্যকর ভূমিকা রাখতে। তরুণ প্রজন্ম আজ পরিবর্তনের জন্য প্রস্তুত, তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায় ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ বাজারে দোকানপাটে ঘুরে দোয়া ও ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় তিনি জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং ইসলামী জোটের পক্ষে গণসমর্থন আহ্বান জানান।
সংক্ষিপ্ত পথসভায় তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে সততা, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা দেশের সম্পদ লুটে খেয়েছে, তাদের পরিবর্তে এখন সময় এসেছে সৎ নেতৃত্বকে সুযোগ দেয়ার।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, উপজেলা সহকারী সেক্রেটারি ও ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ, ইউনিয়ন সহকারী সেক্রেটারী সোলাইমান মীর, হাফেজ সাহাদাত হোসেন, জামায়াত নেতা হাফেজ ওবাইদুল্ল, কাউছার মাহমুদ, আব্দুল রাজ্জাক, মোহাম্মদ হোসেন খান, মোঃ ইয়াছিন পাটওয়ারী, সাইফুল ইসলাম ঢালী, আব্দুর রশিদ খানসহ ৯নং বালিয়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
