সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া বাড়িয়ে পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীর নভেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এ ধাপে মোট ৩ লাখ ৮৫ হাজার ৭০ জন শিক্ষক- কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৯৭ হাজার ২৬২ জন ও কলেজের রয়েছেন ৮৭ হাজার ৮০৮ জন শিক্ষক-কর্মচারী।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিগগিরই শিক্ষকদের ব্যাংকে টাকা পৌঁছে যাবে বলে জানা গেছে।
এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯ হাজার ৮৫৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ ও কলেজ-২ হাজার ৬২৬) মোট ৩ লাখ ৮৫ হাজার ৭০ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত।
গত ২০ নভেম্বর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন চিঠি দেয়া হয়েছিলো। এতে সাড়ে ৭ শতাংশ চলতি মাস থেকে ও বাকি সাড়ে ৭ শতাংশ আগামী জুলাই থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এই বাড়িভ ভাড়া পেতে কয়েকটি শর্তও জুড়ে দেয়া হয়েছে।
