মঙ্গলবার , ডিসেম্বর ৯ ২০২৫

বাঘড়া বাজারে জামায়াতের নির্বাচনী গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসংযোগ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৫ ডিসেম্বর) বাদ আছর ইউনিয়নের বাঘড়া বাজারে জনসংযোগ করা হয়।সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী জেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

সভায় বিশেষ অতিথি ছিলেন,মাওলানা মো: ইউনুস হেলাল,আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী,ফরিদগঞ্জ উপজেলা,মোঃসাখাওয়াত হোসেন,সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা,ইউনিয়ন সভাপতি মাওঃফারুক খাঁন,সহ সভাপতি  মাওলানা আঃ মমিন,মাওঃইউনূছ মুন্সী,সুলতান মাহমুদ,মিজান শেখ সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও মহিলা সভায় সভাপতিত্ব করেন বালথুবা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃফারুক খাঁন। এসময় জামায়াত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ বাঘড়া বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসংযোগ করেন, এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রত্যাশা করেন।