মঙ্গলবার , ডিসেম্বর ৯ ২০২৫

ফরিদগঞ্জ পাইকপাড়ায় দাঁড়িপাল্লার প্রার্থীর গনসংযোগ

ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে পথসভা ও গনসংযোগ করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।

৭ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি।

গনসংযোগে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি বলেন, ‘ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনাই আমাদের মূল লক্ষ্য। আমরা জনগণের জন্য একটি চাঁদামুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এই সংগ্রাম জনগণের সঙ্গে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক সমাজ গঠনে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের ঐক্যবদ্ধ ভোটের মাধ্যমেই আগামীতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন,মাওলানা মো: ইউনুস হেলাল,আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী,ফরিদগঞ্জ উপজেলা,ইউনিয়ন সভাপতি মাওঃনূরুল ইসলাম,সেক্রেটারি মোঃ ওসমান গনী সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় জামায়াত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ ঝটিকা মিছিলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট প্রত্যাশা করেন।