মঙ্গলবার , অক্টোবর ২১ ২০২৫

ফরিদগঞ্জ উপজেলার নবাগত ইউএনও’র সাথে জামায়াতের সাক্ষাৎ

ফরিদগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া -এর সাথে সৌজন্য সাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ উপলক্ষ্যে বুধবার বেলা ১২টার দিকে ইউএনওর কার্যালয়ে সংক্ষিপ্ত পরিচিতি হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাওলানা মোঃ ইউনূছ,নায়েবে আমীর মাওলানা কফিলউদ্দিন,পৌরসভা আমীর মাওলানা মিজানুর রহমান,উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতা-অভিজ্ঞতার অপূর্ব সংমিশ্রণে সবাইকে সাথে নিয়েই নিজের কর্মস্থল ফরিদগঞ্জ উপজেলার জনগণকে সার্বিক সেবা প্রদানের মাধ্যমে অত্যাধুনিক ও উন্নয়নের মডেল উপজেলা হিসেবে ফরিদগঞ্জকে দেশব্যাপি পরিচিত করবেন এমনটাই প্রত্যাশা বলে আশা করেন ফরিদগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মাওলানা ইউনূছ হেলাল, সাথে সাথে উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ দমনে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতেও আহবান জানান উপজেলা জামায়াত।

অফিস সূত্র জানিয়েছে, ১৪-ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ বিদায়ী নির্বাহী অফিসার সুলাতানা রাজিয়া, নবাগত সেটু কুমার বড়ুয়াকে নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক এর দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।
এদিকে নবাগত নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া যথাযথ দায়িত্ব পালনে প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য : নবাগত নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া স্মারক নং ০৫.৪২.২০০০.০০০.০১৪.১৯.০০১৭.২৩.৭৩২, তারিখ : সেপ্টেম্বর ১৮ ২০২৫ খ্রিঃ এর আদেশে পার্বত্য জেলা, খাগড়াছড়ি থেকে ফরিদগঞ্জ উপজেলায় যোগদান করেছেন।