চাঁদপুর সেচপ্রকল্প ভুক্ত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কচুরিপানা পরিপূর্ণ বোরোপিট খালগুলো পরিষ্কার করলেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী চান্দ্রা এলাকায় এই পরিস্কার কার্যক্রমে অংশ নেয়।
কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মুকবুল আহমেদ রহমান জানান, কৃষি আবাদে ভরপুর ফরিদগঞ্জ উপজেলার এইঅংশে খালের পানি কচুরিপানার কারণে নষ্ট ও দূষিত হয়ে পড়ে। ফলে সাধারণ মানুষ ও কৃষকদের এই পানি ব্যবহার করা দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। আমাদের কলেজ ও স্কুল শাখার শতাধিক শিক্ষার্থী স্বেচ্ছাশ্রমে বোরোপিট খালের কচুরিপানা পরিষ্কার শুরু করেছে।
বৃহস্পতিবার সকালে কার্যক্রম শুরুর প্রাক্কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এই উদ্যোগে অংশীজন হতে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা উৎসাহ প্রদান করেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সিআইপি কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল, সম্বয়ক রহিমা কলি প্রমুখ উপস্থিত ছিলেন।