মঙ্গলবার , অক্টোবর ২১ ২০২৫

ফরিদগঞ্জে  জামায়াত প্রার্থীর গণসংযোগ ও পথসভা

ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে গণসংযোগ ও পথসভা করেছেন ফরিদগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউনূছ,পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, পৌরসভা সেক্রেটারি ফখরুল ইসলাম, পৌরসভা যুব বিভাগ সভাপতি মাওলানা মুহিবুল্লাহ সাদ্দাম সহ পৌরসভা  জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গনসংযোগ ও পথসভায়  মনোনীত এমপি প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্বে ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালন কালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এ ছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কাজে একত্রিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।সেই সাথে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রত্যাশা করেন।