মঙ্গলবার , অক্টোবর ২৮ ২০২৫

ফরিদগঞ্জে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার তত্ত্বাবধানে ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে এক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ পূর্ব শাখার সভাপতি মো. সাকিব। সঞ্চালনা করেন মাহমুদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ইব্রাহীম খলিল, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর ও ফরিদগঞ্জ আসনের এমপি প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইউনুস হেলালসহ জেলা জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আদর্শবান ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকেও উচ্চশিক্ষা অর্জন সম্ভব—শুধু দরকার অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনার। সম্প্রতি ফলাফল বিপর্যয়ের প্রসঙ্গ তুলে নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সময় অপচয় না করে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ও হালকা আপ্যায়নের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।