ফরিদগঞ্জ উপজেলায় রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
বুধবার (১৫ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও উপসহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম ভুট্টো উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, ফরিদগঞ্জের কৃষকরা ইতোমধ্যেই ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে এই উৎপাদন আরও বৃদ্ধি করা জরুরি। এজন্য সরকার কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ প্রদান করছে। আজকের প্রাপ্ত বীজ ও সার দিয়ে কৃষকরা আরও বেশি ফসল উৎপাদন করে দেশের কৃষি উন্নয়নে অবদান রাখবে।