মঙ্গলবার , ডিসেম্বর ৯ ২০২৫

ফরিদগঞ্জে এডুকেশন এ্যান্ড হিউমানিটি ফাউন্ডেশনের ছাগল বিতরণ

ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন “এডুকেশন এ্যান্ড হিউমানিটি ফাউন্ডেশন” এর উদ্যোগে ছাগল বিতরণ করা হয়েছে। ০২ ডিসেম্বর মঙ্গলবার ‍উপজেলার রামপুর বাজার হাইস্কুল মাঠে স্বাবলম্বী স্কিমের অংশ হিসাবে বাছাইকৃত অসহায় হত দরিদ্র ২০টি শিক্ষার্থী পরিবারের মাঝে বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর এর উপপরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, এডুকেশন এ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন কর্তৃক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পরিবারের মাঝে সহায়ক উপকরণ বিতরণ সমাজে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

ফাউন্ডেশনের সভাপতি চট্টগ্রাম খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর এর সহকারী পরিচালক বিল্লাল হোসেন খন্দকার, রেজিস্ট্রেশন অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ফরিদগঞ্জ মুহাম্মদ মাহমুদুল হাসান, রামপুর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস কবির, সমাজকর্মী মিশু সানজিদাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রবীণ শিক্ষাবিদ রামপুর বাজার দারুচ্ছুন্নত ফাজিল মাদ্রাসার প্রাক্তন হেডমাওলানা ও হায়দরগঞ্জ টিআরএম কামিল (এমএ) মাদ্রাসার প্রাক্তন উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ আমীনুল্লাহকে উক্ত অঞ্চলে শিক্ষা বিম্তারে বিশেষ ভূমিকা রাখায় সংবর্ধিত করা হয়। ফাউন্ডেশনের সেক্রেটারি মাসুক হাসান বলেন, এলাকার বিত্তবান ও প্রবাসীদের সহায়তায় গড়া এ সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে আরো শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম গ্রহণ করা হবে।