জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১৩ আসনের প্রার্থী মোবারক হোসাইন বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক ও মানবিক অধিকার। ইসলামী রাষ্ট্রব্যবস্থাই পারে সেই অধিকারকে বাস্তবে রূপ দিতে এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে।
শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর উত্তর থানা জামায়াত আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে আগারগাঁও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য নারী-পুরুষ, শিশু ও প্রবীণ নাগরিক বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সকাল থেকে দুপুর পর্যন্ত এ ক্যাম্পে মেডিসিন, গাইনি, ডেন্টাল ও শিশু বিশেষজ্ঞদের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
মোবারক হোসাইন আরো বলেন, একটি মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে। চিকিৎসা, শিক্ষা, খাদ্য ও নিরাপত্তা যেন প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে যায়- সেটাই আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেন, বর্তমান ব্যবস্থায় সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত। ওষুধের দাম আকাশচুম্বী, হাসপাতালগুলোতে বিশৃঙ্খলা আর টাকার বিনিময়ে সীমিত সেবা পাওয়া যায়। ইসলামী সমাজব্যবস্থায় স্বাস্থ্যসেবা হবে জনগণের মৌলিক অধিকার- কোনো শ্রেণিবিশেষের সুবিধা নয়।
চিকিৎসা নিতে আসা আব্দুর রহমান নামের এক রোগী বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে এমন সুন্দর চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ আগে কখনও পাইনি। এমন উদ্যোগ সত্যিই আমাদের উপকারে এসেছে।
মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির আব্দুল আউয়াল আজম এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ডা. শফিউর রহমান, থানা জামায়াতের নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, থানা অর্থ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, এইচ আর ডি সম্পাদক হুমায়ুন কবির, থানা কর্মপরিষদ সদস্য হাফেজ শাহজাহান, ইফতেখার সুজন, ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান, শামিম হোসেন, সিরাজুম মনির কাফে, জালাল উদ্দিন পাঠান, সেক্রেটারি আবুল বাশার, মাজেদুর রহমান সহ অন্যান্য নেতারা।
