শনিবার , সেপ্টেম্বর ১৩ ২০২৫

দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তা বলয় থাকবে : ইউএনও

মতলব দক্ষিণ উপজেলায় শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি মুলক সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। তিনি বলেন,হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে শারদীয় দূর্গাপুজা। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দূর্গাপুজা। উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ ভাবে যেন শারদীয় দূর্গাপুজা উদযাপন করতে পারে সেজন্য সবধরনের নিরাপত্তা বলয় থাকবে। ক্ষেত্রে পূজা মন্ডপ কমিটিকে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। প্রত্যেকটি পূজামন্ডপে পুলিশ আনসার মোতায়েন থাকবে।এছাড়া ্যাব,সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলে থাকবে।

তিনি আরো বলেন,গুজব বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না।

এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ রুহুল আমিন খান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্টেশনের ষ্ট্যাশন অফিসার ইউসুফ মিয়া,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, মতলব বাজার বনিক জনকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান সরকার,উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, মতলব বাজার শ্রী, শ্রী জগন্নাথ দেব মন্দিরের পূজা উদযাপন কমিটির সদস্য সচীব সুকুমার ঘোষ, বোয়ালিয়া চৌধুরী বাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন সাহা, নায়েরগাঁও মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিনয় সরকার এবং
,বলাই সাহা, নিমাই ঘোষ প্রমুখ।