চাঁদপুর সদর উপজেলা ১০নং মডেল লক্ষীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর–৩ (সদর–হাইমচর) আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহাজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তিনি বহরিয়া বাজার, লক্ষীপুর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন। এ সময় তিনি পথচারী, দোকান মালিক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট শাহাজাহান মিয়া বলেন,“দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়–ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমরা পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে চাই।”
এ সময় আরো উপস্থিত ছিলেন— ১০ নং মডেল লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ কবির হোসাইন খান, ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হোসেন খান, ইউনিয়ন সেক্রেটারী এনামুল কবির, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আবু তাহেরসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় নেতাকর্মীরা প্রার্থীকে ঘিরে পথসভা ও গণসংযোগে অংশ নেন এবং সমর্থন জানান।