শনিবার , অক্টোবর ২৫ ২০২৫

দাঁড়িপাল্লা ন্যায় ও সমতার প্রতীক- তরপুরচন্ডীতে শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী জননেতা এডভোকেট শাহজাহান মিয়া।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টায় তিনি তরপুরচন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, ইসলামী রাজনীতিই পারে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের স্থান থাকবে না। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায় ও সমতার প্রতীক—এই প্রতীকের বিজয়ই হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়।

তিনি আরও বলেন,আমরা ভয় ও বিভেদের রাজনীতি নয়, সত্য ও সেবার রাজনীতি বিশ্বাস করি। জনগণের ভালোবাসাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, জনগণের সহযোগিতায় ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করবো।

গণসংযোগকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাধারণ মানুষ প্রার্থীকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন জানান।

এ সময় উপস্থিত ছিলেন তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসেন সরদার, সেক্রেটারী মোঃ ফয়সাল খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী, স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।