মঙ্গলবার , সেপ্টেম্বর ১৭ ২০২৪

জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ।

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শাহরাস্তি উপজেলার ৩ টি এলাকায়, ফরিদগঞ্জ উপজেলা২ টি এলাকায় ও চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামে বন্যা কবলিত পানিবন্দি মানুষের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, মাওলানা আবুল হোসাইন সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
ফরিদগঞ্জে বন্যার্তদের মাঝে জামায়তের উপহার সামগ্রী বিতরন।
ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে বন্যার্ত পানি বন্ধী মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী,জেলা সেক্রেটারি এড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবুল হোসাইন, উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা কফিল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান মেহমান আমীরে জামায়াতের সালাম পৌছান, বন্যার্ত মানুষের জন্য দুঃখ প্রকাশ করেন,তিনি সকল কে আহবান জানান অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য। আওয়ামী প্রহসনে জামায়াত নিষেধাজ্ঞা প্রত্যাহারে শুকরানা নামাজ ও রোজা রাখার আহবান জানান। জামায়াত সবসময় অসহায় ও বঞ্চিত মানুষের পাশে ছিলো আগামী দিনে জামায়াত মানুষের পাশে থাকবে বলে তিনি উপস্থিত সাধারন মানুষকে আশ্বস্ত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।
শাহরাস্তি উপজেলা জামায়াতের ইসলামীর আয়োজনে খাদ্য সামগ্রিক বিতরণ ও ফ্রী মেডিকেল সেবা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন।
প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, চলমান বন্যায় জামায়াতে ইসলামীর সবার আগে বন্যা কবলিত এলাকায় জনগনের পাশে দাঁড়িছে। চলমান বন্যা ছাড়াও বিগত দিনে মানুষের যে কোন বিপদে জনগনের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামী আদর্শ, কল্যানমুখী রাষ্ট্র গঠন করতে চায়, আপনাদের কে সাথে নিয়ে
জামায়াতে নেতা মাওঃ মুকবুল হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, শাহরাস্তি উপজেলা শাখার আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন রায়শ্রী উত্তর ইউনিয়ন আমীর মাষ্টার গাজী সালাউদ্দিন, নায়েবে আমীর মাওঃ মনির হোসেন, সেক্রেটারি ডাঃ জাকির হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আমীর মাওঃ মাছুম বিল্লাহ, নায়েবে আমীর আহসান হাবিব পাটওয়ারী, সেক্রেটারি আবু সুফিয়ান, উপজেলা যুব নেতা সেফায়েতুল্লাহ ফিরোজ, তোফায়েল আহমেদ, জামায়াতে নেতা মাওঃ আবু সুফিয়ান সেলিম, শাখাওয়াত হোসেন, হেলাল উদ্দিন রুবেল প্রমুখ।