শনিবার , অক্টোবর ২৫ ২০২৫

চাঁদপুরে পুলিশ পরিচয়ে স্বামী-স্ত্রীকে বেঁধে ডাকাতি

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগীতে প্রবাসীর বাড়ীতে পুলিশ পরিচয়ে স্বামী-স্ত্রীকে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মোবাইল, স্বর্ণালংকারসহ নগদ ৬ লাখ টাকা ও ২ লাখ ৫০ হাজার টাকার রিয়াল নিয়ে যায় ডাকাতচক্র। বুধবার রাতে কুমারডুগী শফিক খানের বাড়িতে এই ঘটনা ঘটে।

বসতঘরে থাকা স্বামী শফিক খান (৬৫) ও তার স্ত্রী ঝর্ণা বেগম (৬০) বলেন, অজ্ঞাত মুখোশধারী ৬ থেকে ৭জনের ডাকাতদল ঘরের তালা কেটে ভিতরে প্রবেশ করে তাদেরকে গামছা দিয়ে বেঁধে রাখে। ওইসময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের সব তছনছ করে মোবাইল, স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে যায়। তাদের দুই ছেলে প্রবাসে থাকেন।এদিকে একই রাতে জেলার শাহরাস্তি উপজেলার আলীপুর খান বাড়ীতে প্রবাসী পরিবারে ডাকাতির চেষ্টা করা হয়। ওইসময় সাউথ আফ্রিকা থেকে সিসি ক্যামেরায় ডাকাত চক্র বসতঘরে প্রবেশের দৃশ্য দেখে মুঠোফোনে এলাকাবাসীকে জড়ো করলে পিক-আপ ভ্যান নিয়ে পালিয়ে যায় চক্রটি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ডাকাতির ঘটনায় একাধিক টিম তদন্ত করছে। শিগগিরই জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।