ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজারে আগুনে পুড়ে যাওয়া ০৬ দোকানিকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত।
রবিবার উপজেলা জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা মো: ইউনুস হেলাল,আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী,ফরিদগঞ্জ উপজেলা।
তিনি বলেন, মানুষ যেখানেই বিপদগ্রস্ত গ্রস্থ হয়, সেখানেই জামায়াতে ইসলামী ছুটে যায়।
জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতে ইসলামীর কর্মী মানেই একজন সমাজকর্মী।
তিনি আরো বলেন, আমরা মানবিক সহায়তা নিয়ে এসেছে। সবাই তাদের সহযোগিতায় এগিয়ে আসুক। সবার সহযোগিতায় তারা আবারো ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করি।
অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃসাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি মাওলানা আবু হানিফ,হাবিবুল্লাহ ভূইয়া,আমির হোসেন কামাল,জহিরুল ইসলাম সহ বাজার ব্যবসায়ী সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
