মঙ্গলবার , ডিসেম্বর ৯ ২০২৫

কচুয়ায় গণসংযোগে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী

কচুয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামির নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে এ গণসংযোগের আয়োজন করা হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার বিকাল তিনটায় বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া পৌরসভার উদ্যোগে কচুয়া বাজারে এ গণসংযোগের আয়োজন করা হয়। এ গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর ১ কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। আবু নছর আশরাফী বিকাল তিনটায় কচুয়া ডাকবাংলো থেকে গণসংযোগ শুরু করেন।তারপর আসরের নামাজের সময় হলে কচুয়া থানার সামনের মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজের পর পূনরায় গণসংযোগ শুরু করেন।তিনি  বাজারের প্রতি দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং আগামী দিনে একটি চাঁদা মুক্ত, দূর্নীতি মুক্ত, মাদক মুক্ত কচুয়া গড়তে আগামী নির্বাচনে তাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।তার এই ডাকে সারা দিয়ে বাজারের সমস্ত ব্যবসায়ীরা তাকে একটি সুন্দর কচুয়া গড়তে দাঁড়িপাল্লায়  ভোট দেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার আমির এডভোকেট আবু তাহের মিসবাহ, পৌরসভার আমির অধ্যক্ষ জাকির উল্লাহ সাজলি, উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী,পৌরসভার সেক্রেটারি মনির হোসাইন সাইদি সহ আরও অনেক নেতৃবৃন্দ।