চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মাত্র কয়েক মিটার সড়ক সংস্কার না করায় প্রতিদিন শত শত যানবাহন দুর্ভোগের মধ্যে চলাচল করছে। একই সাথে ধুলাবালিতে পথচারী ও যাত্রীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। শহরের ওয়ারলেছ এলাকায় এই দুর্ভোগ গত কয়েক মাস অতিবাহিত হলেও সড়ক বিভাগের কোন ধরণের উদ্যোগ দেখা যায়ানি। এই বিষয়ে কথা বলার জন্য সড়ক বিভাগে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
সরেজমিন দেখাগেছে শহরের প্রবেশ এলাকা ওয়ারলেছ মোড়ের পূর্বে দিকের সড়কে গত কয়েকমাস সংস্কারের জন্য সড়ক বিভাগ রাস্তা ভেঙে রেখেছে। কিন্তু সড়কটি মেরামতের জন্য কোন ধরনের উদ্যোগ নেই। যার ফলে এই স্থানে এসে যানবাহন ধীর গতিতে চলতে হয়। অনেক সময় যানজটেরও সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এই স্থানটি বছরজুড়ে ভেঙে গর্ত অবস্থায় ছিলো। যার ফলে প্রায় সময় যানজট লেগে থাকতো। এরপর সড়ক বিভাগ থেকে সংস্কারের উদ্যোগ নিয়ে কার্পেটিং উঠিয়ে ফেলা হয়। কিন্তু এটি কার্পোটিং না করে ফেলে রাখা হয়েছে।
স্থানীয় অটোরিকশা ও অন্য যানবাহনের একাধিক চালকের সাথে কথা হলে তারা বলেন, ওয়ারলেছ এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আন্ত:জেলার অনেক পরিবহন এই সড়ক দিয়ে চলাচল করে। শহরেও একই সড়ক দিয়ে যানবাহন প্রবেশ করে। কিন্তু সড়ক বিভাগের এমন উদাসিনতা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টদায়ক। তারা কার্পেটিং উঠিয়ে মেরামত করার জন্য আর কোন উদ্যোগ দেখছি না। খুব সময়ের মধ্যে এই স্থানটুকু মেরামত করা সম্ভব।
