মঙ্গলবার , অক্টোবর ২৮ ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ

আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, তার ওপর গণভোট আয়োজন, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে সোমবার বিকেল ৪টায় শহরের বিপণীবাগ জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি- হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন,
নভেম্বরের মধ্যে গণভোট ছাড়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে দেশে সঙ্কটের নতুন মাত্রা যোগ হবে। জনগণের মতামত উপেক্ষা করে সরকার যদি একতরফাভাবে নির্বাচন আয়োজনের পথে এগোয়, তা হলে তা জাতীয় অস্থিতিশীলতা ও রাজনৈতিক সংকটকে আরও গভীর করবে।
তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে নির্বাচনের নামে তামাশা সহ্য করা হবে না। সচিব থেকে শুরু করে ডিসি-এসপি পর্যন্ত ভাগবাটোয়ারা চলছে। এ ধরনের প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে নির্বাচন পরিচালনা জনগণ কখনো মেনে নেবে না।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে নির্বাচন আয়োজন করলেই কেবল দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। জনগণের মতামত উপেক্ষা করে কোনো নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে ইসলামী আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
চাঁদপুর শহর সভাপতি মাওলানা আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ডা. বেলাল হোসাইন, সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান, শাহজামাল গাজী সোহাগ ও যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে বিপণীবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিত্রলেখা মোড় হয়ে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক অতিক্রম করে বায়তুল আমিন চত্বরে শেষ হওয়ার কথা থাকলেও, শহরে তীব্র যানজট থাকায় সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।