বুধবার , অক্টোবর ৯ ২০২৪

হাজীগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ প্রদান

চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে হাজীগঞ্জ উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে  ঢেউটিন, রবি শস্য বীজ ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার মালীগাঁও হাইস্কুল মাঠে বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও বীজ বিতরণ করে।

গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (ভারপ্রাপ্ত অধিনায়ক, ২১ বীর)। উপস্থিত ছিলেন ইউএনও তাপস শীল, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নাসির, মালীগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন।

হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। বিগত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে হাজীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।