হাজীগঞ্জ প্রতিনিধি
জাতীয় স্যানটেশন মাস অক্টোবর ২০২০ ও বিশ্ব হাত দোয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাত ধোয়ার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শিক্ষার্থীদের হাত ধোয়া অনুশীলন করা হয়।
এ সময় ইউএনওর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোয়েব আহম্মদ চিশতী। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ,
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে জাতীয় স্যানটেশন মাস অক্টোবর ২০২০ ও বিশ্ব হাত দোয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে হাত দোয়া অনুশিলন অনুষ্ঠিত হয়।
ক্যাপশন: হাজীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাত ধোয়ার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।