হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকায় অবৈধভাবে মেলাস্থাপনের চেষ্টাকালে দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৫০০টাকা করে জরিমানা ও ১০ দিন করে সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে অভিযানে আটকের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন–মো. শাহজাহান মিয়া (৫০) ও মো. শাহজামাল (৫৫)। পরে তাদেরকে হাজীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
থানা পুলিশ জানায়, আসামীদের চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।