হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর কাজী বাড়ীতে শুক্রবার রাতে ভয়াবহ আগুনে চারটি ঘর ভস্মীভূত হয়। এ
তে বাবুল ও বিপুল নামে দুই ভাইয়ের বসতঘর, রান্নাঘর, আসবাবপত্র, তৈজসপত্র, কাগজপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়।
শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন জামায়াত নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, হাজীগঞ্জ উপজেলা আমির মো. কলিম উল্ল্যাহ ভুঁইয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. হাসান, হাজীগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মিজানুর রহমানসহ অন্যরা।
অধ্যাপক আবুল হোসাইন বলেন, ‘মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের সহযোগিতা আমাদের পক্ষ থেকে চলমান থাকবে।’