বৃহস্পতিবার , নভেম্বর ১৩ ২০২৫

মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করতে চাই – বিল্লাল হোসাইন মিয়াজী

ফরিদগঞ্জ উপজেলার  ১২নং চরদুঃখিয়া ইউনিয়নে গনসংযোগ ও পথসভা করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ বিল্লাল হোসাইন মিয়াজী।

১০ নভেম্বর সোমবার বিকেলে ১২নং ইউনিয়নের বিরামপুর, খালপাড়,চৌমুহনী,  বিশকাটালী ও ফিরোজপুর বাজারে সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন তিনি।

পথসভায় দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মোঃ বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমতায় বসান আমরা এ দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব। বেকার যুবকের বেকারত্ব সমস্যা দূর করব। প্রতিটি মানুষ যেন স্বাধীন ভাবে চলতে পারে, ন্যায় বিচার পায়, সে ব্যাপারে সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করব।

তিনি আরো বলেন আমরা এ দেশের মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করতে চাই। তাই আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে আরো শক্তিশালী করে সহযোগিতা করার আহবান জানিয়ে আলোচনা শেষ করেন।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন উপজেলা আমির মাও: ইউনুস হেলাল, ১২নং ইউনিয়নের আমির গোলাম মোস্তফা, ১২নং ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী মাওঃ আফলাতুন কাওসার, সুপার লড়াইরচর দাখিল মাদ্রাসা।