হাজীগঞ্জ উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার সকালে হাজীগঞ্জ বড় মসজিদ মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই ব্লাড ক্যাম্পেইন চলমান থাকে।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মহরম আলী। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মাহবুব আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আরিফ শেখ, হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসা শাখা সভাপতি মোহাম্মদ সামিউল আলম, হাজীগঞ্জ উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আল-আমিন, উত্তর শাখার সভাপতি শাকিল আহমেদ। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।