বুধবার , অক্টোবর ৯ ২০২৪

ফরিদগঞ্জ গুপ্টি পশ্চিম জামায়াতের কর্মী সম্মেলন

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই–

                                             জেলা নায়েবে আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর শনিবার বেলা ৪ টায় খাজুরিয়া  ইউনিয়ন পরিষদের সামনে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল হান্নান এর সভাপতিত্বে ইউনিয়নের সহ-সেক্রেটারি  হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। তাই সবাইকে ইসলামী রাষ্ট্র কায়েমে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে। এসময়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর আমীর এডভোকেট শাহাজাহান খান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি হারুন অর রশিদ। জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবুল হোসাইন, সাবেক উপজেলা আমীর মাওলানা ইউনুস হেলাল, সাবেক আমীর মাওলানা আব্দুল মান্নান,  চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক  জেলা সভাপতি  শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ওলামা বিভাগসহ, ৬নং গুপ্টি পশ্চিম  ইউনিয়নের কর্মীবৃন্দ।