শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

পূজার পরিবেশ নষ্টকারীদের ছাড় দেয়া হবে না

হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলায়তনে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশা ও বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। প্রকল্প বাস্তবায় কর্মকর্তা জাকির হোসাইনের পরিচালনায়  সম্প্রীতি   সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, পূজার পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ্যা নেয়া হবে। পুজাকালীন আমাদের পার্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ ব্যপারে সবাইকে সতর্ক থাকতে হবে। হাজীগঞ্জের রাজনৈতিক নেতারা পূজা উদযাপনে যে ভাবে শান্তি বজায় রাখার লক্ষ্যে কাজ করছে তা প্রসংশনীয়। আশা করি পূজা পালনে সবাই আন্তরিক হবেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে কাজ করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর আরিফ, পুলিশের হাজীগঞ্জ সার্কেল পংকজ কুমার। বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিন উদ্দিন ফারুক, হাজীগঞ্জ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাও.আবদুর রউফ, ২নং বাকিলা  ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, বেলচোঁ কারিমাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাও .মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারি,  উপজেলা জামায়াতের আমীর বিএম কলিম উল্যাহ, হেফাজতে ইসলামের জুবায়ের হোসেন, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বনিক,  ইসলামী আন্দোলনের পক্ষে কামাল গাজী প্রমূখ। সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।