সব শিশুই মেধাবী, তবে তাদের শেখার ধরন ভিন্ন। কোনো শিশু যদি পড়াশোনায় দুর্বল হয় বা পরীক্ষায় ফেল করে, তখন অনেক পিতা-মাতা ও শিক্ষক মনে করেন, সে মেধাহীন বা খারাপ ছাত্র। অথচ এই ধারণা সম্পূর্ণ ভুল এমন মন্তব্য করেছেন চাইল্ড কাউন্সিলর মাইন্ড ট্রেনার মো. ফারুকুল ইসলাম।
সোমবার (২০অক্টোবর) বিকেলে চাঁদপুরের আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাসের মিলনায়তনে শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
ট্রেনার মো. ফারুকুল ইসলাম বলেন, ভালোবাসা ও বোঝাপড়ার অভাবে অনেক শিশু পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাদের শেখার ধরণ বুঝতে না পারার কারণে তারা একসময় হতাশায় ভুগে এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই শিশুরাই পরবর্তীতে কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ে। সবাই তখন বলে-ছেলেটি খারাপ, কিন্তু আসলে সে কখনোই খারাপ ছিল না। সে কেবল ভিন্নভাবে শিখতে চেয়েছিল, যা কেউ বুঝতে পারেনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম। সঞ্চালনা ছিলেন সিনিয়র শিক্ষক আবু আহমাদ।
অতিথি হিসেবে বক্তব্য দেন একাডেমির উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ রুহুল আমিন, ছাত্রী শাখার ইনচার্জ অধ্যাপক ফারজানা আক্তার, উচ্চমাধ্যমিক শাখার সমন্বয়কারী আয়শা সিদ্দিকা এবং মাধ্যমিক শাখার সমন্বয়কারী ফাতেমা বেগম।
বক্তাগণ কর্মশালায় উপস্থাপিত প্রবন্ধের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, যেহেতু আমাদের প্রতিষ্ঠানে একজন প্রশিক্ষিত চাইল্ড কাউন্সিলর ও মাইন্ড ট্রেনার আছেন, তাই আমরা নিয়মিত এ ধরণের মানসিক স্বাস্থ্যভিত্তিক কর্মসূচির আয়োজন করবো। শিশুদের জন্য ভয়হীন, নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলা আমাদের অঙ্গীকার।
তিনি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান।
